মা’ তোমার কথা মনে হলেই মনে পড়ে তোমার কষ্টের কথা। ছোট থেকে বড় হয়েছি, যখন থেকে বুঝতে শিখেছি, দেখেছি কোনো না কোনো ঝামেলা জড়িয়ে আছো তুমি, মধ্যবিত্ত পরিবারের মাসকাবারি গোনা টাকায় সংসার চালানোর মতো চিরন্তন সব ঝামেলা। ছোট বেলাতে তোমার এসব ঝামেলাগুলো মনে তেমন প্রভাব ফেলত না, অবুঝের মতো এটা সেটা আবদার করে ফেলতাম। অনেক ছোট ছিলাম মা, অনেক অবুঝ ছিলাম। তাই বিনা কারণেই অনেকভাবে কষ্ট দিয়েছি তোমাকে। পড়াশোনা করতাম না, স্কুলে যেতে চাইতাম না, সাইকেল নিয়ে সারা দিন রোদে রোদে ঘুরতাম। আরও অনেক কিছু করেছি, যেগুলো বলে শেষ করা যাবে না। জানি না সবকিছু তোমার মনে আছে, না ভুলে গেছ অনেক কিছু। আমার কিন্তু সবই মনে আছে মা।কিছুই ভুলিনি আমি।
Welcome to Mahmud Tech World! আমাদের ব্লগে আপনি পাবেন সব ধরনের পোস্ট, আপনার নির্ভরযোগ্য সংবাদ উৎস। দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তি – সব কিছু এক জায়গায়, দ্রুততম সময়ে। আমরা প্রতিটি সংবাদ উপস্থাপন করি নিরপেক্ষতা, সত্যতা এবং পাঠকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। বিশ্বাস রাখুন, আপডেট থাকুন — Mahmud Tech World এর সঙ্গে।